ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ভারতের বক্স অফিসে রাজত্ব করছে ‘পুষ্পা ২: দ্য রুল’! রাশমিকা মান্দানার সাহসী নাচ নিয়ে তুমুল আলোচনা

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ এখন ভারতের বক্স অফিসে একটানা রাজত্ব করছে। এই সিনেমা সবার মন জয় করেছে এবং আল্লু অর্জুনের জনপ্রিয়তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে, শুধু আল্লু অর্জুনই নয়, সিনেমায় তার বিপরীতে অভিনয় করা রাশমিকা মান্দানাও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। ‘পিলিংস’ গানের সাহসী নাচের দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। দর্শকরা রাশমিকার নাচের সঙ্গে তাল মেলাচ্ছে প্রশংসার শব্দে। তবে এই দৃশ্য নিয়ে বেশ চাপে ছিলেন রাশমিকা নিজেও। গানের শুটিংয়ের আগে নাচের ভঙ্গিমা দেখে তিনি খানিকটা আঁতকে উঠেছিলেন। গালাট্টা প্লাসের সঙ্গে আলাপকালে রাশমিকা জানান, শুটিংয়ের মাত্র পাঁচদিন আগে তিনি জানলেন যে এই গানটি সিনেমায় থাকবে এবং তাকে এই ধরনের সাহসী নাচ করতে হবে। রাশমিকা আরও বলেন, “নাচের মহড়ার ভিডিও দেখে আমি চমকে গিয়েছিলাম। ভাবছিলাম, কী হচ্ছে এই দুনিয়ায়! মনে হচ্ছিল, আমাকে তো আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচতে হবে।” তিনি জানালেন, ছবির জন্য যা প্রয়োজন, তা করতে তিনি নিজের সমস্ত ভয় জয় করেছেন। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও কাজ করছেন রাশমিকা। ‘অ্যানিমেল’, ‘গুডবাই’-এর মতো হিন্দি সিনেমায় তাকে দেখা গেছে, এবং আগামী বছর সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমাতে তার উপস্থিতি রয়েছে।

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ এ ১০:১০ PM

আজকের সর্বশেষ