ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

"নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে প্রধানের স্পষ্ট বক্তব্য: সুষ্ঠু নির্বাচন চায় জনগণ"

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার জানিয়েছেন, নির্বাচনে কারা যোগ্য হবে এবং কারা হবে না, তা নির্বাচন কমিশনের এখতিয়ার। তিনি বলেন, ‘‘আমরা নির্বাচনি ব্যবস্থা সংস্কার নিয়ে প্রস্তাব দেব, কিন্তু বাস্তবায়ন সরকারের এবং নির্বাচন কমিশনের কাজ।’’ রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। এ সময়, বদিউল আলম মজুমদার বলেন, ‘‘আমরা মানুষের মধ্যে নির্বাচনি সংস্কারের ব্যাপারে যে আগ্রহ ও আবেগ দেখছি, তা আমরা পুরোপুরি উপলব্ধি করছি। মানুষ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়, যাতে গণতান্ত্রিক ব্যবস্থা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা যে প্রস্তাব দেব, তা আমাদের জ্ঞানবুদ্ধি ও অভিজ্ঞতা থেকে বের হয়ে আসবে। তবে বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়; তা হবে সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের কাজ।’’ নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তিনি আরও বলেন, ‘‘মানুষের আকাঙ্ক্ষা একটাই— এমন নির্বাচন হোক, যা সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। আর কোনো হত্যাকাণ্ড বা নির্বাচনি সহিংসতা যেন না ঘটে, তা আমরা নিশ্চিত করতে চাই।’’ নির্বাচনি সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘‘আমরা সেই সব প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্তগুলো নিয়ে কাজ করছি, যাতে অতীতের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।’’

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ এ ১০:০১ PM

আজকের সর্বশেষ