ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

বিপিএল মিউজিক ফেস্টে ঢাকায় ট্রাফিক ব্যবস্থা সুনির্দিষ্ট, ডিএমপির নির্দেশনা

ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুপুর ২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে। এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়। এতে বলা হয়, সোমবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুর-১০ গোলচত্বর এবং আশেপাশের এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনগুলোর জন্য কিছু রুট পরিবর্তন করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২, এবং ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করবে এবং রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে। মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকার যানবাহনগুলো অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে। এছাড়া, আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ এবং মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে। ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে, যাতে অনুষ্ঠানে ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকে এবং যানজট এড়ানো যায়।

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৫৫ PM

আজকের সর্বশেষ