ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৮টি সাংগঠনিক জোন কমিটি ঘোষণা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং সুসংগঠিত করতে ৮টি সাংগঠনিক ‘জোন কমিটি’ গঠন করেছে। এই কমিটিগুলি ঢাকা শহরের ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করবে। রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জোন কমিটি ঘোষণা করেন। এই কমিটিগুলির আওতায় থাকবে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি, যেমন: জোন-১ (পল্টন ও মতিঝিল থানা), জোনপ্রধান ফরহাদ হোসেন জোন-২ (খিলগাঁও ও সবুজবাগ), জোনপ্রধান কে. সেকান্দার কাদির জোন-৩ (শাহবাগ ও রমনা), জোনপ্রধান মকবুল হোসেন সরদার জোন-৪ (নিউ মার্কেট ও হাজারীবাগ-ধানমন্ডি), জোনপ্রধান আব্দুস সাত্তার জোন-৫ (চকবাজার ও লালবাগ), জোনপ্রধান আ. ন. ম. সাইফুল ইসলাম জোন-৬ (সুত্রাপুর ও গেন্ডারিয়া), জোনপ্রধান হারুনুর রশিদ হারুন জোন-৭ (যাত্রাবাড়ী ও ডেমরা), জোনপ্রধান হাজী মনির হোসেন জোন-৮ (শ্যামপুর ও কদমতলী), জোনপ্রধান লিটন মাহমুদ এই জোন কমিটিগুলির মাধ্যমে বিএনপি সংগঠনের ক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে দলের উপস্থিতি শক্তিশালী করার চেষ্টা করবে।

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৪৭ PM

আজকের সর্বশেষ