ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

'পুষ্পা-২' প্রদর্শনীতে মৃত্যু, আল্লু অর্জুনের বাড়িতে হামলা

ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা-২’ সিনেমার প্রদর্শনীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক ঘটনার প্রেক্ষিতে তীব্র জনরোষের শিকার হয়েছেন সুপারস্টার আল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর প্রদর্শনীর সময় পদপিষ্ট হয়ে মারা যান এক নারী, আহত হন তার সন্তান। এই ঘটনা নিয়ে মামলা হলে আল্লু অর্জুন গ্রেফতার হন এবং বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ করেন একদল জনতা। তারা শুধু স্লোগান দিয়েই থেমে থাকেননি; পাথর ছুড়ে হামলা চালান বাড়িতে। বিক্ষোভকারীরা নিহত নারীর পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। তবে আল্লু অর্জুন ইতিমধ্যে নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা প্রদান করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জন বিক্ষোভকারীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৪৩ PM

আজকের সর্বশেষ