ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

জাতীয় পরিচয়পত্র তথ্য বিক্রির অভিযোগে বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল ইসি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির অভিযোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বিসিসিকে দেওয়া তথ্যসংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, বিসিসি এনআইডির তথ্যভান্ডারের তথ্য ব্যবহার করে "পরিচয় প্ল্যাটফর্ম" নামের একটি সেবা চালু করে। সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তথ্য বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও বলেন, "চুক্তির শর্ত ভঙ্গ করার দায়ে বিসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ১৮৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সেবা দিয়ে থাকি। তবে কেউ শর্ত ভঙ্গ করলে আমরা কঠোর হতে বাধ্য।" জানা গেছে, বিসিসি ৫ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি করেছে। প্রতি তথ্যের জন্য ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হয়েছে। এসব তথ্য দেশের বিভিন্ন বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এনআইডি সংশোধনের জন্য জমা হওয়া প্রায় ৩ লাখ ৭৮ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তি করতে আগামী জানুয়ারি থেকে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করা হবে।

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৩৯ PM

আজকের সর্বশেষ