পশ্চিমা সম্পর্ক পুনঃস্থাপনে রাশিয়ার প্রস্তুতি: পুতিনের ঐতিহাসিক বার্তা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। তবে এ প্রস্তুতি তখনই কার্যকর হবে, যদি পশ্চিমা দেশগুলো রাশিয়ার স্বার্থে আঘাত না হানে। রোববার ভিজিটিআরকে সাংবাদিক পাবেল জারুবিনের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন বলেন, “সব কিছুই ইচ্ছার ওপর নির্ভর করে। রাশিয়া কখনোই এ ইচ্ছা ত্যাগ করেনি।” পুতিন আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবকিছু পরিবর্তিত হয়, কিন্তু রাশিয়ার এবং এর জনগণের স্বার্থ অপরিবর্তিত থাকে। ঐতিহাসিক উদাহরণ ও রাশিয়ার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে পুতিন উনিশ ও বিংশ শতকের কিছু উদাহরণ তুলে ধরেন। তিনি ক্রিমিয়া যুদ্ধের (১৮৫৩-১৮৫৬) কথা বিশেষভাবে স্মরণ করেন, যখন রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পুতিন উল্লেখ করেন, সেই সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গোরচাকভ একটি চিঠিতে বলেছিলেন, “রাশিয়া ক্রুদ্ধ নয়। রাশিয়া কেন্দ্রীভূত হচ্ছে।” পুতিন বলেন, ধীরে ধীরে রাশিয়া তার শক্তি পুনর্গঠন করে এবং কৃষ্ণ সাগর অঞ্চলে সমস্ত অধিকার ফিরে পায়। সেই সময় অনেক ইউরোপীয় শক্তি রাশিয়ার বিরুদ্ধে ছিল, তবে পরে তারা বিশ্বযুদ্ধের মিত্রে পরিণত হয়। “সবকিছুই পরিবর্তিত হয়, তবে স্বার্থই অপরিবর্তিত থাকে,” সাক্ষাৎকারটি এই বার্তা দিয়ে শেষ করেন রুশ প্রেসিডেন্ট।
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৩৫ PM