‘শ্রীভাল্লি’র তুমুল জনপ্রিয়তা: কীভাবে রাশমিকা মান্দানা হলেন দক্ষিণী সিনেমার সেনসেশন?
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আজ শুধু দক্ষিণ ভারতেই নয়, পুরো উপমহাদেশজুড়ে পরিচিত একটি নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা প্রতিটি ছবিতেই শুরু হয় চর্চা। কিন্তু কীভাবে রাশমিকা হয়ে উঠলেন ‘শ্রীভাল্লি’ খ্যাত তুমুল জনপ্রিয় একজন তারকা? ২০১৬ সালে কর্নাটকের এই অভিনেত্রীর বড়পর্দায় অভিষেক হয় কন্নড় সিনেমায়। তেলেগু সিনেমা দিয়ে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত হয়। বিশেষ করে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীতা গোবিন্দম’ তাকে দর্শকদের সামনে নতুনভাবে উপস্থাপন করে। অল্প বাজেটে নির্মিত এই সিনেমা সুপারহিট হয় এবং তরুণদের মধ্যে তৈরি করে রাশমিকার অনুরাগ। এরপর ‘ডিয়ার কমরেড’-এ ক্রিকেটার চরিত্রে অভিনয় করে তিনি দেখিয়েছেন অভিনয় দক্ষতা। যৌন হয়রানির শিকার এক নারী ক্রিকেটারের জটিল চরিত্রে তার পারফরম্যান্স সমালোচকদের প্রশংসা কুড়ায়। ধীরে ধীরে রাশমিকা প্রযোজকদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে থাকেন। তবে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ রাশমিকার জীবনকে আমূল বদলে দেয়। এই সিনেমায় ‘শ্রীভাল্লি’ চরিত্র তাকে শুধু দক্ষিণ ভারতেই নয়, পুরো দেশে পরিচিতি এনে দেয়। সুকুমার পরিচালিত এই ব্লকবাস্টার হিটের পর তার চাহিদা বেড়ে যায় বহুগুণ। ‘পুষ্পা ২’-তে অভিনয়ের সুযোগ পেয়ে নিজের দক্ষতার নতুন প্রমাণ দিয়েছেন রাশমিকা। এছাড়া ‘অ্যানিমেল’ সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের গ্ল্যামারাস ইমেজ ভেঙে সাহসী ভূমিকায় নিজেকে তুলে ধরেছেন। রাশমিকার আরেকটি বড় গুণ হলো তিনি সব ধরনের সিনেমা ও চরিত্রে মানিয়ে নিতে পারেন। ‘গীতা গোবিন্দম’-এর পাশের বাড়ির মেয়ে থেকে ‘ডিয়ার কমরেড’-এর নারী ক্রিকেটার কিংবা ‘গুডবাই’-এর গ্ল্যামারহীন চরিত্রে তার অভিনয় সবখানেই প্রশংসিত হয়েছে। সম্প্রতি রাশমিকা জানিয়েছেন, ‘আমি সব ধরনের সিনেমায় কাজ করতে চাই। নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে প্রমাণ করতে চাই।’ সালমান খানের সঙ্গে তার পরবর্তী সিনেমা ‘সিকান্দার’ নিয়ে এখন ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ। ক্লিন ইমেজ এবং অভিনয়ের প্রতি তার আন্তরিকতা রাশমিকাকে ভক্তদের কাছে আরও প্রিয় করে তুলেছে। দক্ষিণী সিনেমা থেকে বলিউড—সবখানেই এখন রাশমিকার জয়জয়কার।
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ এ ৬:৪৫ PM