ঢাকা | রবিবার, ২২রা ডিসেম্বর ২০২৪

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে ভাইরাল নবাবপুত্র ইব্রাহিম আলি খান!

নবাব পরিবারের ছেলে ইব্রাহিম আলি খান সম্প্রতি একটি ভিন্নধর্মী ঘটনার মাধ্যমে নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। পাপারাজ্জিদের লেন্সবন্দি সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি ইব্রাহিম আলি খান তার গাড়িতে বসে থাকা অবস্থায় কয়েকজন ভিক্ষুক তাকে ঘিরে টাকা চান। গাড়ি থামিয়ে তাদের প্রত্যাখ্যান না করে, তিনি হাসিমুখে পাঁচ টাকা দেন। তবে চমক এখানেই! টাকা দেওয়ার সময় ইব্রাহিম চিৎকার করে বলেন, "জয় শ্রীরাম!" এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ার পরই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। ভিক্ষুকদের একজন মজা করে বলেন, "৫ টাকায় কী হবে স্যার?" ইব্রাহিম স্মিত হেসে উত্তর দেন, "জানি হবে না, তবে কিছু তো হওয়া উচিত।" পাশে দাঁড়ানো এক ফটোগ্রাফার মন্তব্য করেন, "আপনার বাবা তো অনেক বড় মনের মানুষ।" তখন ইব্রাহিম মজা করে বলেন, "তাহলে বাবাকে ফোন করে নিন।" এরপর ইব্রাহিম আরও সৌজন্য দেখিয়ে এক ভিক্ষুক নারীর সঙ্গে হাত মেলান এবং বলেন, "অনেক ভালোবাসা, ম্যাডাম।" এই বলেই তিনি সেখান থেকে বিদায় নেন। ইব্রাহিম বরাবরই লাইমলাইট থেকে দূরে থাকেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেলেও পাপারাজ্জিদের নজরদারি সবসময় তার ওপর থাকে। এর আগেও তার বেশ কিছু ঘটনা ভাইরাল হয়েছে। বলিউডে অভিষেকের গুঞ্জন শোনা গেলেও তিনি এখনো পেছনের পর্দায় কাজ করতেই পছন্দ করেন। সম্প্রতি করণ জোহরের ‘রকি অউর রানি’ সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। এদিকে, তার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে আলোচনা। পলক তিওয়ারির সঙ্গে তার প্রেমের গুঞ্জন যেমন তুঙ্গে, তেমনি শোনা যাচ্ছে, পলককে নাকি আংটি পরিয়ে প্রেমপ্রস্তাবও দিয়েছেন সাইফপুত্র। তবে ইব্রাহিমের এই সাম্প্রতিক ঘটনা আরও একবার তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ এ ৬:৩৫ PM

আজকের সর্বশেষ