বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: ড. মুহাম্মদ ইউনূসের দৃঢ় প্রতিশ্রুতি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশে জঙ্গিবাদ আর মাথাচাড়া দেবে না। শুক্রবার বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, "বাংলাদেশে তরুণ সমাজ ধর্ম নিয়ে নিরপেক্ষ। তারা দেশকে একটি নতুন ধারায় গড়ে তুলতে চায়। এই তরুণেরা শুধু দেশ নয়, বরং পুরো বিশ্ব পরিবর্তনের ক্ষমতা রাখে। আমাদের তরুণ প্রজন্মই এর জ্বলন্ত উদাহরণ।" সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ দ্য ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা খেতাব অর্জন করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি গ্রহণ করে বৃটিশ সাময়িকীটি। ২০২৫ সালে নির্বাচন আয়োজনের পর তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ড. ইউনূস বলেন, "আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে। আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার পূর্ববর্তী কাজ পছন্দ করতাম এবং সেখানে ফিরে যেতে চাই। প্যারিসে আমার কাজ চলছিল, কিন্তু আমাকে এই দায়িত্ব পালনে নিয়ে আসা হয়। আমি তরুণদের উন্নয়ন এবং তাদের স্বপ্ন পূরণে মনোযোগী হতে চাই।" ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, "তরুণ-তরুণীরা বাংলাদেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষত তরুণীদের ওপর জোর দেওয়া উচিত, কারণ তারা আমাদের জাতীয় পুনর্জাগরণের মূল চালিকাশক্তি। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ বর্তমানে আমার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ অংশ এবং তারা অসাধারণ কাজ করছে। আমাদের তরুণ প্রজন্ম আগের শতাব্দীর তরুণ নয়; তারা নতুন বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।"
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ এ ৬:১৫ PM