বুয়েট শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত: উপদেষ্টা নাহিদের সড়ক নিরাপত্তা সংস্কারের আহ্বান
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হওয়া প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, সড়কে সাধারণ মানুষের প্রাণহানি কাঠামোগত দুর্বলতার ফল। শনিবার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে রোড সেফটি ফাউন্ডেশনের আয়োজনে এক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। উপদেষ্টা নাহিদ বলেন, "সড়কে দুর্ঘটনায় সাধারণ মানুষের জীবনপ্রদীপ নিভে যাচ্ছে। কিন্তু ক্ষমতাধর ব্যক্তিদের বিচার কিংবা জবাবদিহিতা হয় না। এটা কাঠামোগত হত্যাকাণ্ড।" তিনি সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা ফেরাতে কাঠামোগত সংস্কার এবং দুর্নীতি বন্ধের ওপর জোর দেন। সংলাপে অংশ নেওয়া বিভিন্ন সরকারি সংস্থা ও পরিবহণ খাতের বিশেষজ্ঞরা জানান, সড়কে নিরাপত্তা দিতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে। পরিবহণ সেক্টরে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি বন্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা জরুরি বলে তারা মত দেন। অংশগ্রহণকারীরা আরও বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে যোগাযোগ বাড়াতে রেঙ্গুন-চট্টগ্রাম উপকূলীয় শিপিং ব্যবস্থা চালু করা যেতে পারে। পাশাপাশি, থাই কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে কাজ করছে। এই সংলাপে পরিবহণ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সড়ক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য যৌথ প্রয়াসে কাজ করার অঙ্গীকার করেন।
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ এ ৬:১১ PM