ঢাকা | রবিবার, ২২রা ডিসেম্বর ২০২৪

নতুন রূপে আসছে বিপিএল, থাকছে চমকপ্রদ প্রযুক্তি ও সুশৃঙ্খল আয়োজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এবারের আসর নতুন আঙ্গিকে এবং চমকপ্রদ প্রযুক্তির সংযোজনে আরও আকর্ষণীয় হতে চলেছে। আয়োজকরা ইতোমধ্যে ম্যাচ অফিসিয়ালসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে এবার টুর্নামেন্টের গভর্নিং বডিতে এসেছে নতুনত্ব। আগের বিতর্ক ও অসংগঠিত ব্যবস্থাপনার সমালোচনা পেছনে ফেলে সুশৃঙ্খল এবং মানসম্মত আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ম্যাচ অফিসিয়ালদের মানোন্নয়নেও এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। ১২ জন আম্পায়ারের মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি থাকবেন। আরও থাকছেন ৪ জন ম্যাচ রেফারি। মানসম্মত আম্পায়ারিং এবং উন্নত ডিআরএস, হকআই ও স্পাই ক্যামেরার মাধ্যমে খেলার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা রাখা হয়েছে। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে গ্যালারির একটি অংশকে ঘোষণা করা হয়েছে ‘জিরো ওয়েস্ট জোন’ হিসেবে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও নতুন উদ্ভাবনী উদ্যোগগুলো বিপিএলকে দর্শকপ্রিয়তার নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ এ ৬:০১ PM

আজকের সর্বশেষ