ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জর্জ ইস্টহ্যামের বিদায়
১৯৬৬ সালে ইংল্যান্ডের প্রথম এবং একমাত্র বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন কিংবদন্তি মিডফিল্ডার জর্জ ইস্টহ্যাম। এবার তিনি ৮৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন। যদিও সে বিশ্বকাপে মাঠে নামার সুযোগ হয়নি, তবুও দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি সাইডবেঞ্চে বসেই স্বপ্ন পূরণের অংশীদার হন। ইস্টহ্যাম ১৯৬২ সালের বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন, তবে সেবারও ম্যাচ খেলার সুযোগ পাননি। আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা ছিল ২, যা ১৯ ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ। ক্লাব ফুটবলে তার ক্যারিয়ার শুরু হয়েছিল আর্ডস ক্লাবের হয়ে। এরপর নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনাল এবং স্টোক সিটির মতো বড় ক্লাবে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে ১৯৭৭ সালে স্টোক সিটির কোচের দায়িত্ব নেন, যদিও সেখানে মাত্র ১০ মাস টিকে ছিলেন। ইস্টহ্যামের জীবন ইংলিশ ফুটবলে এক প্রেরণাদায়ী অধ্যায় হয়ে থাকবে। তার অবদান এবং স্মৃতিগুলো চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ এ ৫:৫৭ PM