ঢাকা | রবিবার, ২২রা ডিসেম্বর ২০২৪

অবসরকালীন বার্তা: বিচার বিভাগে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বয়স ৬৭ বছর পূর্ণ করায় সংবিধান অনুযায়ী অবসরে গেলেন। বুধবার এক বিদায় সংবর্ধনায় তিনি বিচার বিভাগের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বিচারব্যবস্থায় কারও একক অধিকার নেই, এটি একান্তই সমষ্টিগত প্রয়াসের ফল। সুবিচার নিশ্চিত করতে হলে সিনিয়র থেকে জুনিয়র সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” বিচার বিভাগে দুর্নীতি এবং অপপ্রচারের কালো মেঘ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সতর্ক থাকার আহ্বান জানান। বিদায় অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন তার কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন। ২০০৪ সালে বিচারপতি হিসাবে দায়িত্ব পালন শুরু করে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি নিজেকে আদর্শ বিচারক হিসাবে প্রমাণ করেছেন। বিচারপতি করিম তার বক্তৃতায় বলেন, “বিচার বিভাগের শুদ্ধতা রক্ষার দায়িত্ব আমাদের সবার। যেন কখনো সুবিচারের প্রতীক এই অট্টালিকায় কালিমা না লাগে।” তিনি সিনিয়র বিচারকদের জুনিয়রদের প্রতি স্নেহ ও দিকনির্দেশনা দেওয়ার গুরুত্বও তুলে ধরেন। তার এই অভিব্যক্তি বিচার বিভাগের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। তার অবসর একদিকে বিচার বিভাগের জন্য এক অপূরণীয় ক্ষতি, অন্যদিকে নবীনদের জন্য এক মহান আদর্শ।

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪ এ ১০:৪৭ PM

আজকের সর্বশেষ