ঢাকা | রবিবার, ২২রা ডিসেম্বর ২০২৪

দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ শুরু, আজ থেকে ১৫ দিনব্যাপী তথ্য সংগ্রহ চলবে

আজ থেকে শুরু হয়েছে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ। রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস চত্বরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এ শুমারির উদ্বোধন করা হয়। ১৫ দিনব্যাপী এই তথ্য সংগ্রহের কাজ আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। ৯৫ হাজার তথ্য সংগ্রাহক সারা দেশে তথ্য সংগ্রহ করবেন। বিবিএস জানায়, এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মীদের সংখ্যা, পেশা ও অন্যান্য বিস্তারিত তথ্য এবারের শুমারিতে উঠে আসবে। তথ্য সুরক্ষায় গোপনীয়তা নিশ্চিত করতে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ডেটা সেন্টার ব্যবহার করা হচ্ছে। শুমারির কার্যক্রমে জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জিওকোড সমন্বয় করে ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়েছে। তথ্য সংগ্রহের পর তা ব্যবস্থাপনায় ব্যবহার হবে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এমডিএম) সফটওয়্যার।

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪ এ ৫:১৭ PM

আজকের সর্বশেষ