ঢাকা | রবিবার, ২২রা ডিসেম্বর ২০২৪

‘জয় বাংলা’ এখন আর জাতীয় স্লোগান নয়! হাইকোর্টের রায় স্থগিত করে প্রধান বিচারপতির আদেশ

আজ থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে আর থাকবে না। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের রায় স্থগিত করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ নির্দেশনা দেন। গত ২ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালে হাইকোর্ট ওই রায় দেন। সোমবারের শুনানিতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠে আসে। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা নিয়ে এই প্রস্থানের সঙ্গে একাধিক আইনজীবী ও রাষ্ট্রপক্ষ যুক্তিতে অংশ নিয়েছেন।

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪ এ ৫:১২ PM

আজকের সর্বশেষ