ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান, আসছে চ্যারিটি কনসার্ট!

জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ঢাকায় আসছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে 'স্পিরিটস অফ জুলাই' আয়োজিত চ্যারিটি কনসার্টে পারফর্ম করবেন তিনি। কনসার্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে, যেখানে ভিআইপি, ফ্রন্ট রো, ও সাধারণ টিকিটের মূল্য যথাক্রমে ১০ হাজার, ৪,৫০০, ও ২,৫০০ টাকা। একই দিন কনসার্টের ফাইনাল লাইন আপ ঘোষণা করা হয়েছে, যেখানে রাহাত ফতেহ আলী খান ছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলি গান পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী এবং মঞ্চনাটকও থাকবে। গত ২৯ নভেম্বর ঢাবির মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে চ্যারিটি কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এই কনসার্টের মাধ্যমে সংগ্রহ করা অর্থ জুলাই গণআন্দোলনের শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করার জন্য ব্যয় করা হবে।

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪ এ ৫:০৩ PM

আজকের সর্বশেষ