টুইঙ্কল খান্নার বই পেল বড় পুরস্কার, স্বামী অক্ষয়ের মন্তব্যে মুগ্ধ ভক্তরা
বলিউডে রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল খান্না অভিনয়ে সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও লেখক হিসেবে তার সাফল্য ঈর্ষণীয়। একের পর এক বই লিখে সমালোচকদের মন জয় করে চলেছেন তিনি। তার সাম্প্রতিক বই "ওয়েলকাম টু প্যারাডাইস" ২০২৪ সালের জনপ্রিয় ফ্যাশন বিভাগের সেরা বই হিসেবে পুরস্কৃত হয়েছে। পুরস্কারের খবরটি জানিয়ে টুইঙ্কল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে, পুরস্কার হাতে নিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজছে "কুইন্স উই আর দ্য চ্যাম্পিয়ন্স" গানটি। টুইঙ্কল ক্যাপশনে লেখেন, “ওয়েলকাম টু প্যারাডাইস ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড ২০২৪ জিতে নিল। চলুন সেলিব্রেট করি।” স্বামী অক্ষয় কুমার ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে মজার ছলে লেখেন, "আমার স্ত্রী আক্ষরিক অর্থেই ‘ট্রফি বউ’। ওর নিজের যোগ্যতায় এই পুরস্কার জিতেছে। আমি ওর জন্য গর্বিত।” টুইঙ্কলের এই সাফল্য কেবল তার সাহিত্যিক প্রতিভারই প্রমাণ নয়, বরং তার একাগ্রতা ও পরিশ্রমেরও নিদর্শন। উল্লেখ্য, ২০২২ সালে তিনি লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে ফিকশন রাইটিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪ এ ৪:৫৩ PM