মাহমুদউল্লাহর ছক্কার চ্যালেঞ্জ: গেইলকে ছাড়িয়ে যাওয়ার দোরগোড়ায়
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কায় ডাবল সেঞ্চুরি করার পর এবার মাহমুদউল্লাহ রিয়াদের সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। আজকের ম্যাচে তিনি দুইটি ছক্কা হাঁকালেই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে যাবেন। ক্যারিবীয়দের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গেইলের দখলে, যার সংখ্যা ২০। মাহমুদউল্লাহ এরই মধ্যে ১৯টি ছক্কা হাঁকিয়েছেন, গেইলকে টপকাতে দরকার মাত্র একটি ছক্কা। আর দুটি ছক্কা মারলেই তিনি হয়ে যাবেন ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার। সম্প্রতি মাহমুদউল্লাহ দুর্দান্ত ফর্মে আছেন। গত ম্যাচে তিনি ৪৪ বলে ৩ ছক্কা ও ৩ চারের সাহায্যে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এর আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছেন ৯৮ রান। এমন ফর্মের কারণে তার ভক্তদের আশা, আজ তিনি গেইলকে ছাড়িয়ে নতুন কীর্তি গড়বেন। অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও আছেন মাইলফলক ছোঁয়ার পথে। বোলিংয়ে মাত্র ৩ উইকেট পেলেই তিনি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক ওয়ানডে লড়াইয়ের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে আসবেন। মাশরাফি বিন মুর্তজা এবং কেমার রোচের রেকর্ড ৩০ উইকেটের থেকে এখন মিরাজ মাত্র ৩ উইকেট দূরে। ৪ উইকেট পেলে তিনি এককভাবে শীর্ষে চলে যাবেন। আজকের ম্যাচে মাহমুদউল্লাহ এবং মিরাজের এই দুই চ্যালেঞ্জই ক্রিকেটপ্রেমীদের জন্য বড় উত্তেজনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪ এ ৪:২৩ PM