জাল সনদে এক যুগ ধরে চাকরি, গাজীপুরের শিক্ষিকা বিতর্কের কেন্দ্রে
গাজীপুরের কাপাসিয়ার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষিকা আছমা আক্তার এক যুগ ধরে ভুয়া সনদ ও জাল নিবন্ধনের মাধ্যমে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। তার কম্পিউটার সনদ এবং নিবন্ধন যাচাই করে জাল প্রমাণিত হয়েছে। উপজেলার সিংহশ্রী ইউনিয়নের অভিভাবক সদস্য হাবিবুর রহমান এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম তদন্তের নির্দেশ দেন। প্রধান শিক্ষক আফজাল হোসেন কুমিল্লার দাউদকান্দি আকবর আলী খান কারিগরি কলেজে সনদ যাচাই করতে পাঠান। কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, আছমা আক্তারের নামে কোনো শিক্ষার্থী ওই প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স সম্পন্ন করেননি। ফলে তার সনদটি জাল বলে প্রমাণিত হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এবং দ্রুত আছমা আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আছমা আক্তার সাংবাদিকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেও, কোন কলেজ থেকে সনদ অর্জন করেছেন সে বিষয়ে কোনো উত্তর দিতে ব্যর্থ হন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার জানান, "যদি সনদ জাল প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪ এ ৪:১৪ PM