যশোর শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন
যশোর: আলহামদুলিল্লাহ! যশোর শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ে তামিম ও তার দলের সাফল্য নিয়ে গর্বিত পুরো দেশ। প্রতিষ্ঠানের এক বিবৃতিতে জানানো হয়, তামিমকে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই ক্রিকেটে দীক্ষা দিতে মাঠে পাঠানো হয়। তার এই অসামান্য সাফল্যের পেছনে তার বাবা মো. হোসাইন এবং প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক তৌহিদুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধান শিক্ষক আরও বলেন, "তামিম আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমাদের সন্তান এবং আমাদের গর্ব। তার এই কৃতিত্বে আমরা সবাই আনন্দিত।" যশোর শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তামিম এবং তার পুরো দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ এ ১২:০৩ AM