সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালালেন: আসাদ পরিবারের শাসনের অবসান
সিরিয়ার দীর্ঘ ৫৩ বছরের আসাদ পরিবারের শাসন শেষ হলো বিদ্রোহীদের রাজধানী দামেস্কে প্রবেশের আগমুহূর্তে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার সকালে ব্যক্তিগত প্লেনে করে দেশ ছেড়ে পালিয়ে যান। তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিদ্রোহীদের দামেস্ক দখল ও বাশারের পালানো রোববার সকালেই বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করে। এর কয়েক ঘণ্টা আগেই বাশার আল-আসাদ রাজধানী ত্যাগ করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি উড়াল দেন। তবে কোথায় গেছেন, তা গোপন রাখা হয়েছে। এর আগে শনিবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন বাশার। তবে সে পরিকল্পনা বাতিল করতে হয়। রোববার সকালে তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়। আসমা আল-আসাদ ও সন্তানদের অবস্থা বাশারের স্ত্রী আসমা আল-আসাদ এবং তাদের তিন সন্তান আগেই সিরিয়া ত্যাগ করেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আসমা তাদের সন্তানদের নিয়ে গত নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় চলে গেছেন। ৪৮ বছর বয়সী আসমার লিউকেমিয়া (রক্ত ক্যানসার) শনাক্ত হয়েছিল, যা তাকে জনসম্মুখে আসতে সীমিত করে দিয়েছিল। এর আগে, পাঁচ বছর আগে তিনি স্তন ক্যানসার থেকে সুস্থ হওয়ার খবর দিয়েছিলেন। আসমার অতীত জীবন ও বিতর্ক আসমার জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। সেখানে বিনিয়োগ ব্যাংকে চাকরি করার সময় বাশারের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিয়ে করে তিনি সিরিয়ায় আসেন। গৃহযুদ্ধকালে তিনি নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করতেন এবং দাতব্য কাজ করতেন। তবে বিদ্রোহীরা তার এ কর্মকাণ্ড ভালোভাবে নেয়নি। সিরিয়ার ভবিষ্যৎ অজানা বাশার আল-আসাদের দেশত্যাগ এবং বিদ্রোহীদের দামেস্ক দখল সিরিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আসাদ পরিবারের শাসনের অবসান ঘটলেও সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উত্তেজনা বিদ্যমান।
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৪ এ ৮:১৯ PM