ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতির আশাবাদী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের মতো বন্ধুপ্রতীম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনোই ভারত-বিরোধী নয়, এবং আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে তা দ্রুত দূর হবে। তবে, এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা সবচেয়ে ভালো মন্তব্য করতে পারবেন। তিনি আরও বলেন, “নাগরিক হিসেবে আমার মনে হয়, আমাদের সম্পর্ক আরও ভালো হওয়া উচিত। একটি দেশের সঙ্গে সম্পর্ক মানুষের সম্পর্ক হয়, ক্ষমতায় কে থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে প্রস্তুত।” এ সময়, বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং তার উত্তরণের বিষয়ে প্রশ্ন করা হলে, ড. সাখাওয়াত হোসেন বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, তবে বেশিরভাগ ঘটনাই পরিকল্পিত। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কিছু মালিকের অনুপস্থিতি সমস্যা সৃষ্টি করছে। তবে, সরকার ইতোমধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। তিনি ব্যাংক ঋণ এবং সেগুলোর পরিশোধের বিষয়ে মন্তব্য করে বলেন, “অনেক প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়ে, কিন্তু এখনো একটি পয়সাও শোধ করা হয়নি। সরকারের পদক্ষেপের বিষয়ে আশা করি শীঘ্রই কিছু জানা যাবে।” তিনি আইন প্রয়োগকারী সংস্থার আরও কার্যকরী পদক্ষেপের জন্যও আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে, নির্বাচনী সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রধান উপদেষ্টা দ্বারা আলোচিত হচ্ছে এবং নির্বাচনের পরবর্তী কাজ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। এছাড়া, ইসকন নিয়ে তার মন্তব্য ছিল, “যাদের সঙ্গে এত হইচই, তাদের নিয়ে কোনো সম্পর্ক নেই, ইসকন নিজেই তা পরিষ্কার করেছে। আমরা সবাই বাংলাদেশি, সেটা কোন ধর্মেরই হোক।” তিনি ধর্মের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তবে আশাবাদী যে এটি শীঘ্রই সমাধান হবে।

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৪২ PM

আজকের সর্বশেষ