আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজ রাতে বিক্ষোভের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আজ রাত ৯টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ সময়ের একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে আগুন লাগিয়ে দেয়। আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতির একটি প্রতিনিধি দল হাইকমিশনের কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে গেলে বাইরে থাকা কিছু যুবক বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে এবং হাইকমিশনের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠন এবং সমাজের বিভিন্ন শ্রেণি বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানাতে প্রস্তুত। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি এই ধরনের আক্রমণ সহ্য করা হবে না।
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৩৭ PM