মালয়েশিয়ায় ৭ হাজার বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান
মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে ৭ হাজার ৮২২ বাংলাদেশিসহ মোট ৪১ হাজার ২৩৪ জন অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছে। এই অভিযানে গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার ১২ হাজার ৫৮৮ জন নাগরিক রয়েছে, তার পরই মিয়ানমারের ৭ হাজার ১১২ জন নাগরিক গ্রেফতার করা হয়েছে। ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. শামসুল আনোয়ার নাসারাহ এক বিবৃতিতে জানান, ১৭ হাজার ৮২৫টি এনফোর্সমেন্ট অপারেশন পরিচালনা করে এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়েছে। মন্ত্রী আরও জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী রোধে কেডিএন, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে কার্যক্রম অব্যাহত থাকবে। এই অভিযানে আইন অমান্যকারী অবৈধ অভিবাসী এবং তাদের রক্ষা করার জন্য দায়ী দলগুলোর বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করা হবে।
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৩১ PM