চলতি জুলাই আন্দোলনের আহতদের সাহায্যে গাইবেন রাহাত ফতেহ আলী খান! ‘ইকোস অফ রেভ্যুলেশন’ চ্যারিটি কনসার্টের আয়োজন
জাতীয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার উদ্দেশ্যে আয়োজিত চ্যারিটি কনসার্টে বিশ্বখ্যাত কাওয়ালি শিল্পী রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে, আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে 'ইকোস অফ রেভ্যুলেশন' শিরোনামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টের আয়কৃত অর্থ শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’এ দান করা হবে। বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান এই কনসার্টে পারফর্ম করবেন বিনা পারিশ্রমিকে, যা কনসার্টের অন্যতম প্রধান আকর্ষণ। এ ছাড়া, কনসার্টে অংশগ্রহণ করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র্যাপ শিল্পী সেজান এবং হান্নান। কনসার্টের আয়োজনের সঙ্গে থাকবে বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ নানা আকর্ষণ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে এবং টিকিটের মূল্য ও বিস্তারিত শীঘ্রই ঘোষণা করা হবে। টিকিটের আয়ের পুরো অংশই দান করা হবে শহীদ পরিবারের জন্য। এ কনসার্টের টাইটেল স্পনসর হিসেবে প্রাইম ব্যাংক উপস্থিত থাকবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে।
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪ এ ২:৪৫ PM