পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩০ বস্তা টাকা! গণনার কাজ চলছে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১২টি দানবাক্স এবং একটি লোহার সিন্দুক খুলে এবার পাওয়া গেছে ৩০ বস্তা টাকা। শনিবার (৩ মাস ১৪ দিন পর) সকাল ৭টায় এই দানবাক্সগুলো খোলা হয়। মসজিদ কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত নিশ্চিত করেছেন যে, দানবাক্স থেকে এবার টাকার পরিমাণ আগের রেকর্ডগুলোকে ছাড়িয়ে যেতে পারে। টাকা গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় ৪০০ জন। এদের মধ্যে আছেন মাদ্রাসার ছাত্র, ব্যাংকের স্টাফ, মসজিদ কমিটির সদস্য, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, এবং সেনাবাহিনী ও আনসারের সদস্যরা। এর আগে গত আগস্ট মাসে পাগলা মসজিদের দানবাক্স থেকে ২৮ বস্তা টাকা এবং বিপুল স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। তারও আগে এপ্রিল মাসে দানবাক্স খুলে রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ টাকা পাওয়া যায়। এই বিপুল দানের অর্থ মসজিদের উন্নয়ন, গরীবদের সহায়তা এবং বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করা হবে বলে মসজিদ কমিটি জানিয়েছে। পাগলা মসজিদ, দেশের অন্যতম দানশীল মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে, যা নিয়মিত দানের মাধ্যমে মানবিক কাজে ভূমিকা রেখে আসছে।
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪ এ ১:২৯ PM