ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ঐশ্বরিয়া-সালমানের প্রেম কাহিনীর অজানা দিক: শুটিংয়ের সময় সঞ্জয় লীলা বানসালিকে সতর্ক করেছিলেন সালমান!

বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত প্রেমকাহিনী ছিল ঐশ্বরিয়া রাই ও সালমান খানের। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’-এর শুটিংয়ের সময় এক রোমাঞ্চকর ঘটনা ঘটে, যা আজও অনেকের মনে দাগ কেটে আছে। সিনেমার শুটিং চলাকালীন এক দৃশ্যের প্রস্তুতির সময় সঞ্জয় লীলা বানসালি ঐশ্বরিয়ার গায়ে হাত রাখেন, যা দেখে খেপে যান সালমান খান। সালমান তৎক্ষণাৎ বানসালিকে সতর্ক করে দেন, “আপনি ঐশ্বরিয়াকে স্পর্শ করলেন কেন? এটা ঠিক হয়নি।” অভিনেত্রী স্মিতা জয়াকর, যিনি ঐশ্বরিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, সম্প্রতি ‘রাজশ্রী আনপ্লাগড’ নামক একটি অনুষ্ঠানে এ ঘটনা শেয়ার করেছেন। স্মিতা জানান, সেই সময় সালমানের সহানুভূতির বিষয়টি সবাই লক্ষ্য করেছিলেন এবং সঞ্জয়ের প্রতি তার সতর্কবার্তা ছিল স্পষ্ট। সালমান-ঐশ্বরিয়ার সম্পর্কের কারণে সিনেমাটির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তবে তাদের ব্রেকআপের কারণে নির্মাতা বানসালির ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর গতি থমকে যায়। এমন এক জুটি, যার সম্পর্ক ছিল তর্ক-বিতর্কের কেন্দ্রবিন্দু, কিন্তু সেই সম্পর্কের প্রভাব বলিউডের সিনেমা ও দর্শকদের ওপর ছিল গভীর।

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ এ ১০:০৪ PM

আজকের সর্বশেষ