ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবিতে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ
চট্টগ্রামের হাটহাজারীতে ইসকনকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর হাটহাজারী ডাকবাংলো চত্বরে উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃত্ব ও বক্তব্য সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ আলী কাসেমী। সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, "ইসকন একটি উগ্র জঙ্গি সংগঠন। তারা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত এবং সম্প্রতি একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করে প্রমাণ করেছে যে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।" দাবি ও হুঁশিয়ারি নেতারা সরকারকে ইসকন নিষিদ্ধের আহ্বান জানান এবং পুন্ড্ররিকধামে যৌথবাহিনী অভিযান পরিচালনার দাবি করেন। তারা বলেন, "দেশকে সুরক্ষিত রাখতে হলে এ উগ্রপন্থি সংগঠনের কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে।" সমাবেশ শেষে হেফাজতের মিছিল হাটহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার সামনে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ এ ৯:৪৪ PM