ভারতের বিবৃতি বাংলাদেশের বিরুদ্ধে উলম্ব অভিযান: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়ে ভারতের বিবৃতি বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি উলম্ব অভিযান। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, "দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। বিতর্কিত আচরণের জন্য গ্রেফতার হওয়া একজন ব্যক্তির মুক্তি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে, যা অত্যন্ত বিস্ময়কর।" তিনি দাবি করেন, চিন্ময় কৃষ্ণ দাস একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, অথচ সেই সংগঠনের নেতারাই তাকে অনৈতিক কাজের জন্য বহিষ্কার করেছেন। "এটা স্পষ্ট, বাংলাদেশের স্বার্থে দাঁড়ানোর পথ কখনোই পার্শ্ববর্তী রাষ্ট্র সমর্থন করেনি," বলেন তিনি। রিজভী আরও বলেন, "বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি প্রমাণ করে, তারা বিশেষ কোনো গোষ্ঠীকে মদদ দিচ্ছে। এই ধরনের কার্যক্রম দেশের মানুষের জন্য উদ্বেগজনক।" তিনি ছাত্রলীগের পূর্ববর্তী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, "বিশ্বজিৎ হত্যা কিংবা বিএনপির নেতাদের উপর নির্যাতনের সময় কোনো প্রতিবেশী রাষ্ট্রের বিবৃতি দেখা যায়নি। অথচ একটি বিতর্কিত ব্যক্তির জন্য বিবৃতি দেওয়া দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ।" তিনি বলেন, "বাংলাদেশে আইনের শাসন বিদ্যমান। যদি চিন্ময় দোষী হন, তবে তাকে শাস্তি দেওয়া হবে; আর নির্দোষ হলে মুক্তি পাবেন। কিন্তু অন্য দেশের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ এ ৯:৩২ PM