সীমান্তের ওপারে চক্রান্ত করছে ফ্যাসিস্টরা: মির্জা ফখরুলের হুঁশিয়ারি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের ছাত্র সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, "গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচাররা পালিয়ে গেলেও বিভিন্ন ষড়যন্ত্র করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ভারতের পত্র-পত্রিকাগুলোতে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যেন বাংলাদেশ মৌলবাদীদের দেশ হয়ে উঠেছে।" মির্জা ফখরুল জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমাদের বিজয়ের পথে এখনো বাধা আছে। স্বৈরাচাররা নতুন করে অন্ধকারের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের অর্জিত বিজয় ধরে রাখতে সজাগ থাকতে হবে।" আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, "ক্ষমতায় থাকাকালীন তারা লুটপাট করে দেশকে ফোকলা করে দিয়েছে। এই বিশৃঙ্খলা বন্ধ করতে ছাত্র-জনতাকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।" তিনি আরও বলেন, "সম্প্রতি ধর্মীয় সহিংসতা এবং ছাত্র সংঘর্ষের ঘটনা আমাকে গভীরভাবে ব্যথিত করে। আমরা তো নতুন স্বপ্ন দেখছি, সেখানে এমন অশান্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এগুলো ষড়যন্ত্র এবং চক্রান্ত।" ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য ছাত্রদের রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ এ ৯:২১ PM