ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ওয়ানএমডিবি কেলেঙ্কারি: নাজিব রাজাক ও ইরওয়ান সেরিগার খালাস পেলেন

মালয়েশিয়ার বহুল আলোচিত ওয়ানএমডিবি অর্থ তছরুপ মামলায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লাহ আদালতের রায়ে খালাস পেয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) কুয়ালালামপুর উচ্চ আদালত প্রক্রিয়াগত বিলম্ব ও প্রসিকিউশনের ব্যর্থতার কারণে তাদের এই মামলায় অব্যাহতি দেন। নাজিবের আইনজীবী মুহাম্মদ ফারহান মুহাম্মাদ শফি এক বিবৃতিতে জানান, আদালতের রায় সঠিক এবং আইনসম্মত। প্রসিকিউশন তাদের অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় নাজিব রাজাকের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। ওয়ানএমডিবি কেলেঙ্কারির অভিযোগে ২০১৮ সালে নাজিব রাজাক এবং ইরওয়ান সেরিগারের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে ৬.৬ বিলিয়ন রিংগিত (প্রায় ১.৪৮ বিলিয়ন ডলার) তছরুপ ও পাচারের অভিযোগ আনা হয়েছিল। তবে নথিপত্রের ঘাটতি এবং প্রমাণ উপস্থাপনে ব্যর্থতার কারণে এ মামলায় বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছিল। নাজিব রাজাক ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং ওয়ানএমডিবি তহবিল গঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এই রায়ে মালয়েশিয়ার রাজনীতি এবং বিচারব্যবস্থায় নতুন আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ এ ১০:২৪ PM

আজকের সর্বশেষ