মির্জা ফখরুল: নির্বাচিত সরকারই চলমান সংকট সমাধান করতে পারে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ‘সাম্প্রতিক পরিস্থিতি ও চলমান সংকট’ সমাধান করতে একমাত্র নির্বাচিত সরকারই সক্ষম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই উদ্বিগ্ন, এবং মনে করছেন যে, দেশ আবারও অস্থিতিশীল হতে পারে। তিনি এই অবস্থায় সজাগ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘তারেক রহমান : পলিটিক্স অ্যান্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কোমলমতি ছাত্ররা যেসব কাজ করছে, তাদের এখানে থেকে বেরিয়ে আসতে হবে। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের পক্ষে সব কিছু একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। আমাদের ধৈর্য ধরতে হবে। নির্বাচনের মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব।” তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের পক্ষে এ ধরনের সংকট সমাধান করা সম্ভব, কারণ তাদের জনসমর্থন এবং ম্যান্ডেট থাকে। মির্জা ফখরুল বলেন, “আমাদের সকলের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, কারণ যদি এই সরকার ফেল করে, তবে বিপ্লব ও অন্ধকারে ফিরে যেতে হবে।” তিনি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত এবং গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত রাখার গুরুত্বও উল্লেখ করেন। ফখরুল বলেন, "বেগম খালেদা জিয়া ২০০১ সালে প্রথম সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, তবে এখন কিছু উসকানিদাতা সংবাদপত্রের স্বাধীনতায় বিঘ্ন ঘটাচ্ছে।" এছাড়া, তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রবাসে থেকেও তিনি দলের সংগঠন এবং গণতন্ত্রের চর্চায় নেতৃত্ব দিচ্ছেন। অনুষ্ঠানটি ছিল ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে, এবং এতে অনেক বিশিষ্ট বক্তা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ এ ১০:২৮ PM