ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত, উত্তপ্ত পরিস্থিতি

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর তার অনুসারীরা সহিংস হয়ে উঠে। তারা পুলিশের ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভের চেষ্টা চালায়। ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে ফেসবুকে লিখেছেন, “উগ্রতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে হবে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আবশ্যক।” চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ এ ৯:৪২ PM

আজকের সর্বশেষ