ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর, সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়, তবে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টার বেশি সময় লাগে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ধর্মের অপব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ এ ৯:৩৯ PM

আজকের সর্বশেষ