মব জাস্টিস দমনে সরকারের কঠোর পদক্ষেপের দাবি সম্পাদক পরিষদের
দেশের সংবাদমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে ‘মব জাস্টিস’ কঠোর হাতে দমনের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ জানান, সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ক্রমাগত আক্রমণ ও হুমকি উদ্বেগজনক। সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা এবং রাজধানীর কারওয়ান বাজারে বিশৃঙ্খলা তৈরির ঘটনায় নোয়াবও নিন্দা জানিয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই আইনি ব্যবস্থার বার্তা দেওয়া হলেও সম্পাদক পরিষদ এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধের জন্য সরকারের কঠোর পদক্ষেপ চেয়েছে।
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ এ ৯:৩৬ PM