ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

মব জাস্টিস দমনে সরকারের কঠোর পদক্ষেপের দাবি সম্পাদক পরিষদের

দেশের সংবাদমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে ‘মব জাস্টিস’ কঠোর হাতে দমনের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ জানান, সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ক্রমাগত আক্রমণ ও হুমকি উদ্বেগজনক। সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা এবং রাজধানীর কারওয়ান বাজারে বিশৃঙ্খলা তৈরির ঘটনায় নোয়াবও নিন্দা জানিয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই আইনি ব্যবস্থার বার্তা দেওয়া হলেও সম্পাদক পরিষদ এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধের জন্য সরকারের কঠোর পদক্ষেপ চেয়েছে।

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ এ ৯:৩৬ PM

আজকের সর্বশেষ