সংবিধান সংস্কারে ৬২টি সংশোধনী প্রস্তাব নিয়ে বিএনপির প্রস্তাবনা
অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিটির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছে বিএনপি। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতির পদ পুনঃস্থাপনসহ সংবিধানের ৬২টি জায়গায় সংশোধনী প্রস্তাব করেছে তারা। বিএনপি বলছে, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান সংযোজন শাসন ব্যবস্থায় ভারসাম্য ফিরিয়ে আনবে। উল্লেখ্য, ১৯৯১ সালের সংবিধানের দ্বাদশ সংশোধনীর আগে বাংলাদেশে রাষ্ট্রপতি-শাসিত সরকার ব্যবস্থায় উপ-রাষ্ট্রপতি পদ বিদ্যমান ছিল। বিএনপি দাবি করছে, গণতন্ত্র পুনরুদ্ধারে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ এ ৯:৩২ PM