ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

সংবিধান সংস্কারে ৬২টি সংশোধনী প্রস্তাব নিয়ে বিএনপির প্রস্তাবনা

অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিটির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছে বিএনপি। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতির পদ পুনঃস্থাপনসহ সংবিধানের ৬২টি জায়গায় সংশোধনী প্রস্তাব করেছে তারা। বিএনপি বলছে, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান সংযোজন শাসন ব্যবস্থায় ভারসাম্য ফিরিয়ে আনবে। উল্লেখ্য, ১৯৯১ সালের সংবিধানের দ্বাদশ সংশোধনীর আগে বাংলাদেশে রাষ্ট্রপতি-শাসিত সরকার ব্যবস্থায় উপ-রাষ্ট্রপতি পদ বিদ্যমান ছিল। বিএনপি দাবি করছে, গণতন্ত্র পুনরুদ্ধারে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ এ ৯:৩২ PM

আজকের সর্বশেষ