ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

রাসূল সা.-এর জীবন ও ভাষণের প্রেমময় দিক

হজরত মুহাম্মাদ সা. তাঁর জীবন এবং ভাষণের মাধ্যমে যে প্রেম, মায়া, ও দয়ার পরিচয় দিয়েছেন, তা পৃথিবীজুড়ে অমর হয়ে থাকবে। আল্লাহ তায়ালা তাঁকে 'রাহমাতুল্লিল আলামিন' (বিশ্বজগতের জন্য রহমত) হিসেবে পাঠিয়েছেন এবং তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে ফুটে উঠেছে সেই অমিয় মধুময় প্রেম। তিনি যেমনি ছিলেন বিশ্বের নবী ও রাসূল, তেমনি ছিলেন মানুষের অন্তরের বাদশাহ। তিনি তাঁর ভাষণে কখনো শক্তি বা শাহী প্রতাপ ব্যবহার করেননি, বরং সকলের প্রতি অনুগ্রহ, ভালোবাসা, এবং দয়ার বার্তা দিয়েছেন। রাসূল সা. মক্কা বিজয়ের পর কাবাগৃহে প্রবেশ করে এবং বিদায় হজ্বের ভাষণে বিশ্ববাসীর কল্যাণের জন্য ইসলামের পথে আহ্বান জানিয়েছিলেন, যা ইতিহাসে আজও হৃদয়ে জায়গা করে রেখেছে। এভাবেই তিনি ইসলামের সুশীল ছায়াতলে সকলকে আহ্বান করে গেছেন, যেখানে কোন ধরনের অহমিকা বা রূঢ়তা ছিল না। তাঁর ভাষণগুলো ছিল সহজ, সরল, কিন্তু গভীরভাবে মর্মস্পর্শী। তাঁর এই প্রেমময় জীবন আমাদের শেখায়, কেবল শাহী প্রতাপে নয়, বরং হৃদয়ের গভীর প্রেম ও দয়ার মাধ্যমে পৃথিবী পরিবর্তন সম্ভব।

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ এ ৯:৫৩ PM

আজকের সর্বশেষ