ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

রাজধানী তুরাগে জামায়াতের নায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন

রাজধানীর তুরাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র চালু করেছে। সোমবার সকালে তুরাগ দক্ষিণ থানা শাখার উদ্যোগে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, রাজনীতি ও জনসেবা একে অপরের পরিপূরক, তবে রাজনৈতিক ব্যর্থতার কারণে জাতীয় রাজনীতি জনগণের প্রতি একটিও সুবিধা এনে দেয়নি। সেলিম উদ্দিন আরও বলেন, বর্তমান সরকারের ক্ষমতায় এসে জনগণের সেবা থেকে দূরে সরে গিয়ে ব্যক্তিগত স্বার্থে নিয়োজিত হওয়ার পরিণতি হচ্ছে দেশের ভোগান্তি। তিনি বর্তমান সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে এবং জনগণের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান। তুরাগ দক্ষিণ থানা সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ এ ৯:০৫ PM

আজকের সর্বশেষ