ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

যাত্রাবাড়ী কলেজে হামলা: গ্রেফতার হবে দোষীরা, আশ্বাস পুলিশ কর্মকর্তার

ঢাকা শহরের যাত্রাবাড়ী এলাকায় গত রোববার মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানোর ঘটনায় পুলিশ তৎপরতা চালাচ্ছে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন জানিয়েছেন, হামলায় জড়িত ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে। কলেজের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সামনে এক বক্তব্যে তিনি বলেন, ছাত্রবেশে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কলেজের মালামাল লুট করেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। হামলার ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে এবং পুলিশের সব চেষ্টার পরও হামলাকারীরা প্রতিহত করা সম্ভব হয়নি। হামলার সঙ্গে স্বার্থান্বেষী মহল জড়িত বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও জানান, ৫ আগস্ট পুলিশ সদস্যদের অপ্রতুলতা ও অভ্যন্তরীণ সংকটের কারণে ঘটনা ঠেকানো সম্ভব হয়নি। এখন নতুন পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হচ্ছে। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চায়। হামলার পর ঘটনাস্থলে সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ এ ৮:৫৪ PM

আজকের সর্বশেষ