কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উৎসবের আমেজ
কুমিল্লার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারি কলেজে রোববার (২৪ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখা থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রা নগরীর লিবার্টি মোড় ও পূবালী চত্বর ঘুরে জামতলায় শেষ হয়। ৫০০-এর বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোভাযাত্রা শেষে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা। তিনি বলেন, ১৮৯৯ সালে রায়বাহাদুর আনন্দচন্দ্র রায় প্রতিষ্ঠিত এ কলেজ বৃহত্তর কুমিল্লার শিক্ষার আলো ছড়াচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় এক উষ্ণ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ এ ৯:০৭ PM