ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

বিশ্বজুড়ে এআই পিসির বিক্রিতে ২০ শতাংশ বৃদ্ধি, বাজারে বড় সম্ভাবনা

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পার্সোনাল কম্পিউটার (এআই পিসি) বিক্রিতে নতুন গতি এসেছে। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস জানায়, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে এআই পিসির বিক্রি ২০ শতাংশ বেড়ে ১ কোটি ৩৩ লাখ ইউনিটে পৌঁছেছে। বিক্রির শীর্ষে রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসি, যা বাজারের ৫৩ শতাংশ দখল করেছে। উইন্ডোজ ১১-এর সম্প্রসারণ ও উন্নত প্রসেসরের কারণে ভবিষ্যতে এআই পিসির ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে বাজারের কিছু চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। ক্যানালিসের প্রধান বিশ্লেষক ঈশান দত্ত বলেন, “কোপাইলট প্লাস পিসি ও অন্যান্য এআই-চালিত পিসির নতুন আপডেট গ্রাহকদের আকৃষ্ট করতে পারে। যদিও অনেক বিক্রেতা এখনো নিশ্চিত নন গ্রাহকরা এই প্রযুক্তি গ্রহণ করবে কি না।” জরিপে দেখা গেছে, ৩১ শতাংশ বিক্রেতার ২০২৫ সালে কোপাইলট প্লাস পিসি বিক্রির পরিকল্পনা নেই। তবে বাজারে এআই পিসির উত্থান নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ এ ৭:৩১ PM

আজকের সর্বশেষ