ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

এক ডিভাইসে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কিন্তু কল রেকর্ড করবেন কীভাবে?

প্রতিদিন প্রায় ২০০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, যা চ্যাট নিরাপত্তা, এইচডি মানের ছবি এবং ভিডিও আদান-প্রদানে সহজতর করেছে। হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা থাকলেও কল রেকর্ড করার জন্য এখনো কোনো নিজস্ব ফিচার নেই। তবে থার্ড পার্টি অ্যাপ দিয়ে এটি সম্ভব। যেমন কিউব এসিআর, যা হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারে এবং অন্যান্য প্ল্যাটফর্মেও কার্যকর। ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে কিউব এসিআর, সালেসট্রেইল বা এসিআর কল রেকর্ডার ডাউনলোড করে সহজে এই সুবিধা পেতে পারেন। একবার প্রয়োজনীয় সেট-আপ হয়ে গেলে, অ্যাপটি নিজে থেকেই কল রেকর্ড শুরু করবে এবং রেকর্ড শোনার অপশনও থাকবে।

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ এ ৭:২৭ PM

আজকের সর্বশেষ