‘এই দিন দিন না আরও দিন আছে’আদালতে দাঁড়িয়ে বললেন কামরুল
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ ঢাকার আদালতে তোলা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। এসময় পুলিশ কামরুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করে। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলামকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের আবেদন সমর্থন করে এবং আদালতে নিজেদের যুক্তি তুলে ধরেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে কামরুল ইসলামকে কিছু বলার সুযোগ দিলে তিনি জানান, "যে এলাকায় এই ঘটনা ঘটেছে, আমি সে এলাকার এমপিও নই। আমাকে শুধু হয়রানির উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়েছে।" এরপর, এজলাসে দাঁড়িয়ে আরও বলেন, "আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা খুশি বলেছেন, এই দিন দিন না আরও দিন আছে।" এ সময় আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা চিৎকার করে ওঠেন। বিচারক উভয়পক্ষের শুনানি শেষে কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, সোমবার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, যা গত ১৯ জুলাই নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় শুরু হয়। এই হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২১ আগস্ট নিউমার্কেট থানায় আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা করেন।
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ এ ২:১৬ PM