ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ভারতে অ্যাপল উৎপাদন: টাটা ইলেকট্রনিক্সের নতুন শেয়ার অধিগ্রহণ, চীনের বিকল্প হতে পারে ভারত

ভারতের প্রযুক্তি বাজারে অ্যাপলের নতুন কার্যক্রম শিরোনাম হয়েছে। দেশের প্রযুক্তি জায়ান্ট টাটা ইলেকট্রনিক্স, যা ইতোমধ্যেই আইফোন উৎপাদন করছে, এবার তামিলনাড়ুর পেগাট্রন কারখানার ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী, টাটা এই কারখানার প্রতিদিনের কার্যক্রম তদারকি করবে এবং পেগাট্রন তাদের প্রযুক্তিগত সাপোর্ট প্রদান করবে। ভারতে অ্যাপলের উৎপাদন দ্রুত গতিতে বাড়ছে এবং কোম্পানি চীনের উপর নির্ভরশীলতা কমাতে আরও বেশি করে ভারতকে তাদের উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। গত ছয় মাসে ভারতে তৈরি প্রায় ৬ বিলিয়ন ডলার সমমূল্যের আইফোন রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় তিনগুণ বেশি। আইফোনের বৈশ্বিক উৎপাদনের ১৪ শতাংশ এখন ভারতে তৈরি হচ্ছে, যেখানে পেগাট্রন এবং ফক্সকন সহ একাধিক সাপ্লায়ার এই উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। ভারতের বাজারে আইফোনের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং ২০৩০ সালের মধ্যে সেখানে আইফোনের বার্ষিক বাজার ৩৩ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে, চীনকে পিছনে ফেলার জন্য ভারতের প্রযুক্তিগত সক্ষমতা এখনও চীনের সমান নয়। তবে বিশ্লেষকদের ধারণা, ভারতের উৎপাদন ব্যবস্থা আগামী কয়েক বছরে আরও শক্তিশালী হবে এবং দেশটি অ্যাপলের অন্যতম বৃহত্তম সরবরাহকেন্দ্র হয়ে উঠতে পারে।

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ এ ২:০৯ PM

আজকের সর্বশেষ