অর্থনৈতিক সংকটে দেশ, ব্যাংক খাতে দুর্নীতির লাগামহীন অভিযোগ
বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বৈদেশিক বাণিজ্য কারসাজি, হুণ্ডি, চোরাচালান এবং বিদেশে সম্পদ গঠনের মাধ্যমে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তার মতে, লাগামহীন অনিয়ম ও দুর্নীতিতে দেশের প্রায় সব খাতই বিপর্যস্ত। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, সরকারি খরচ কমানোর জন্য বাজেটের ব্যয় সঙ্কোচনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা বন্ধ হবে না। এডিপির আওতায় কিছু অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত প্রকল্প খতিয়ে দেখা হচ্ছে। সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা কিছুটা উন্নতি করতে শুরু করেছে। ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে ভালো অবস্থানে আসছে। তবে এখনও কিছু ব্যাংক দুর্বল অবস্থায় রয়েছে। তবুও কোনো ব্যাংক বন্ধ করার পরিকল্পনা নেই বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ এ ১:৪১ PM