হাইকোর্টের নির্দেশ: আদানি বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা
বাংলাদেশের উচ্চ আদালত ভারতের আদানি গ্রুপের সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি পুনরায় পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন না করার কারণ জানতে হাইকোর্ট রুল জারি করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায়ের বেঞ্চ একটি উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেয়। কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এক মাসের মধ্যে এই কমিটি গঠনের পাশাপাশি দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে, গত ১৩ নভেম্বর ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম হাইকোর্টে একটি রিট দায়ের করেন। তিনি অভিযোগ করেন, এই বিদ্যুৎ চুক্তি দেশের স্বার্থবিরোধী। এরও আগে, ৬ নভেম্বর তিনি সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়ে আদানি বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবি জানান। উল্লেখ্য, ২০১৭ সালে আদানির সঙ্গে ২৫ বছরের জন্য তাড়াহুড়ো করে চুক্তি স্বাক্ষরিত হয়। ঝাড়খণ্ডে অবস্থিত আদানির ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ এ ১:১৪ PM