আওয়ামী লীগের কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে, অবৈধ সম্পদের খোঁজে দুদক
রাজধানীর নিউমার্কেট থানায় করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) এই আদেশ দেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও ৮ দিনের মঞ্জুর হয়। উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) তার এবং তার পরিবারের নামে থাকা দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে। খাদ্যমন্ত্রী থাকাকালে নিম্নমানের গম ক্রয়ের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে কামরুল ইসলাম তদন্তের মুখোমুখি।
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ এ ১০:৫৮ AM