শাহজালাল বিমানবন্দরে প্রবেশের নিরাপত্তা পাস স্থগিত, নতুন পাস নিতে হবে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ৩০ নভেম্বর থেকে পূর্বে ইস্যু করা সমস্ত পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যাবে, এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নতুন পাস সংগ্রহ করতে হবে। সোমবার (১৮ নভেম্বর) বেবিচক কর্তৃক জারি করা এক জরুরি সার্কুলারে এই তথ্য জানানো হয়। সার্কুলারটি বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী, ৩০ নভেম্বর থেকে আগের সকল পাস স্থগিত থাকবে এবং ঢাকা এয়ারপোর্টে প্রবেশের জন্য নতুন পাস সংগ্রহ করতে হবে। এই নতুন পাসগুলোর জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বর থাকতে হবে। বেবিচক জানিয়েছে, এটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া একটি পদক্ষেপ। নতুন নিয়ম অনুযায়ী, ৩০ নভেম্বর থেকে সকল কর্মী ও সংশ্লিষ্টদের বৈধ এভসেক আইডি সম্বলিত পাস থাকতে হবে। পুরনো পাস দিয়ে বিমানবন্দরে প্রবেশ করা যাবে না। এছাড়া, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মীসহ অন্যান্য সংশ্লিষ্টরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এভসেক আইডি নিতে পারবেন। প্রয়োজন হলে এভসেক অফিসারদের জন্য ভেরিফিকেশন প্রক্রিয়ার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ এ ৭:৩০ PM