ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

দেশের ব্যাংকে কয়েন সংরক্ষণে নতুন নির্দেশনা, ১, ২ ও ৫ টাকার মুদ্রা রাখতে হবে নির্দিষ্ট পরিমাণে

হেডলাইন: দেশের ব্যাংকে কয়েন সংরক্ষণে নতুন নির্দেশনা, ১, ২ ও ৫ টাকার মুদ্রা রাখতে হবে নির্দিষ্ট পরিমাণে! বিস্তারিত: বাংলাদেশ ব্যাংক দেশের তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকার ধাতব মুদ্রা সংরক্ষণের জন্য নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, অনেক ব্যাংকের শাখা ভল্টে কয়েন সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা অনুযায়ী লেনদেন হয় না। এর ফলে ধাতব মুদ্রার চাহিদা থাকলেও মানুষ ব্যাংক থেকে কয়েন সংগ্রহ করতে পারছে না। এই পরিস্থিতি দূর করতে বাংলাদেশ ব্যাংক সারা দেশে ব্যাংক শাখাগুলোর জন্য মুদ্রার নির্দিষ্ট পরিমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। এর ফলে ব্যাংকগুলোকে জনসাধারণের দৈনন্দিন লেনদেনের জন্য ১, ২ ও ৫ টাকার কয়েন যথাযথ পরিমাণে সরবরাহ করতে হবে। নির্দেশনায় উল্লেখিত পরিমাণ: স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখা: ১ টাকার কয়েন – ২৪,০০০ পিস ২ টাকার কয়েন – ২৪,০০০ পিস ৫ টাকার কয়েন – ১৫,০০০ পিস অন্য শাখাগুলো: ১ টাকার কয়েন – ৮,০০০ পিস ২ টাকার কয়েন – ৮,০০০ পিস ৫ টাকার কয়েন – ৫,০০০ পিস উপশাখাগুলো: ১ টাকার কয়েন – ২,০০০ পিস ২ টাকার কয়েন – ২,০০০ পিস ৫ টাকার কয়েন – ১,০০০ পিস এছাড়া, যদি কয়েনের পরিমাণ হ্রাস পায়, তাহলে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ফিডিং শাখা থেকে কয়েন সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক তাদের নির্দেশনা সারা দেশে কার্যরত তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ এ ৭:১৬ PM

আজকের সর্বশেষ